জনাব রোখসানা পারভীন ২০০০ ব্যাচের কর্মকর্তা। তিনি ২৯ ডিসেম্বর ২০২১ সালে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন। এ প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে তিনি কুষ্টিয়া জেলার উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রোখসানা পারভীন ১৯৭২ সালে মাগুড়া জেলা সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা: মো: আবদুস সালাম এবং মাতা মোছা. পারুল বেগম। তিনি ১৯৮৮ সালে নহাটা আর পিপি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি শেষ করেন।
তিনি ২০০০ সালে ব্রাক্ষণবাড়িয়া শিশু পরিবারে উপতত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নড়াইল জেলায় সরকারি শিশু পরিবার বালক এ উপতত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নওগাঁ শিশু পরিবারে (বালিকা) উপতত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।তারপর পাবনাতে প্রবেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।আরো তিনি পাবনা শিশু পরিবারে উপতত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে সহকারি পরিচালক হিসেবে রাজশাহী শিশু পরিবারে কর্মরত ছিলেন।উপপরিচালক হিসেবে কুষ্টিয়ায় ছিলেন।
পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য দেশে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে মালয়শিয়া ও চীনে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে রোখসানা পারভীন বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্রের জননী।