মানব জাতির সৃষ্টির শুরু থেকে ওরিয়েন্টশন ও মবিলিটির মাধ্যমে জ্ঞানার্জন করে আসছে এবং প্রতিকুল অবস্থাকে আয়ত্বে এনে দিন দিন উন্নতি সাধন করছে। যদি ওরিয়েন্টশন ও মবিলিটি না থাকত তা হলে মানুষ আজও আদিম যুগে অবস্থান করত। বর্তমান বৈজ্ঞানিক কম্পিউটার যুগে পারিপার্শ্বিক অবস্থাকে আয়ত্বে এনে মানুষ এক গ্রহ থেকে অন্য গ্রহে পাড়ি জমাচ্ছে। নতুন বা অজ্ঞাত বস্তু সম্বন্ধে মানুষকে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা কোন কলকারখানায় কোন কিছু অবগত না হয়ে কোন ব্যক্তি প্রবেশ করলে দুর্ঘটনা বা মৃত্যুর মুখে পতিত হওয়া স্বাভাবিক। একজন আগন্তককে নতুন স্থানের বৈশিষ্ট্য, গুণাবলী, কার্যাবলী প্রথমে জেনে নিতে হয়। যখন কোন ব্যক্তি বিদেশ যান তখন তাকে সর্বাগ্রে উক্ত স্থানের চতুস্পার্শ্বের জীবজন্তু, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, খাওয়া দাওয়া, মানুষের সংগে ব্যবহার ইত্যাদি বিষয়ে শিক্ষা দেয়া হয়। অনুরূপভাবে যখন কোন বিদেশী আমাদের দেশে আসে আমরা আমাদের চারি পাশের সকল কিছু তাকে অবগত করাই। এভাবে অবগত হওয়ার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে এবং অজানাকে জেনে নতুন নতুন কলা কৌশল আবিষ্কার করে মানুষ উন্নিতির উচ্চ শিখরে আরোহণ করছে। এই ঝোঁক বা আকর্ষণ বা আগ্রহ ও গতিশীলতার মাধ্যমে পরিবেশ ও পরিস্থিতির সংগে নিজেকে পরিবর্তিত অবস্থায় উপযোগী করে নেয়াই ওরিয়েন্টেশণ ও মবিলিটি।
উপযুক্ত প্রশিক্ষণ পেলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাধীনভাবে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে। যে প্রশিক্ষণ দ্বারা একজন দৃষ্টি প্রতিবন্ধী নিরাপদে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তার নাম হলো ওরিয়েন্টেশন ও মবিলিটি (Orientation and mobility) প্রশিক্ষণ।
ওরিয়েন্টেশন বা পরিচিতি বলতে কোন পরিবেশের সাথে নিজের অবস্থান সম্পার্কে সচেতনতাকে বোঝায় এবং মবিলিটি বা চলাচল বলতে একস্থান থেকে অন্যস্থানে যাবার দক্ষতাকে বুঝিয়ে থাকে।
** দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহজলভ্য ও যথোপযুক্ত বিভিন্ন প্রকার নিরাপদ চলাচলের কৌশল :
একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন কৌশল পদ্বতি ব্যবহার করে নিরাপদে চলফেরা করতে পারে ।
যথাঃ
(১) সাদাছড়ি ব্যবহার কৌশল (White cane Technique)
(২) সাইটেড গাইট কৌশল (Sighted Guide Technique)
(৩) সাদাছড়ি ও সাইটেড গাইট ছাড়া চলার কৌশল (Walking alone without White cane and Sighted guide technique)
(৪) ডগ গাইড কৌশল (Dog Guide Technique)
(৫) ইলেকট্রনিক চলাচল সহায়ক যন্ত্র (Electronic Travel Guide)