মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৫০ তবে বর্তমানে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮১। এর মধ্যে ২০ জন ছেলে ও ১০ জন মেয়ের জন্যে আবাসিক ব্যবস্থা রয়েছে। বাকী ৫৩ জন অনাবাসিক, ছেলে ৩৫ জন মেয়ে ১৮ জন । এ বিদ্যালয়ে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এদের কারিকুলাম প্রাথমিক শিক্ষার প্রচলিত কারিকুলাম হতে কিছুটা সহজ ও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। শারীরিক সমস্যাগ্রস্ত মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্যে নিয়মিত ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপির ব্যবস্থা রয়েছে।