Wellcome to National Portal
জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২২

এমএসএড কোর্স

মাষ্টার্স অব স্পেশাল এডুকেশন (এম.এস.এড.):

ভর্তি প্রক্রিয়া:

০১

কোর্সের নাম

মাষ্টার্স অব স্পেশাল এডুকেশন (এম.এস.এড.)

০২

কলেজের নাম

Teachers Training College for Special Education

০৩

কলেজ কোড

৬৫৬৭

০৪

কোর্সের মেয়াদ

০১ বছর (জানুয়ারি হতে ডিসেম্বর)

০৫

ক্লাসের সময়সূচি

শনি হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯.০০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত। ক্লাসে কমপক্ষে ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক।

০৬

আবেদনকারীর যোগ্যতা

ক) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে নুন্যতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং /ক্রেডিট পদ্ধতিতে নুন্যতম সিজিপিএ ২.২৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

খ. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ্যাডমিশানের মাষ্টর্স কলামে (মাস্টার্স প্রফেশনাল অ্যাডমিশান ) বিস্তারিত তথ্য দেয়া আছে।

০৭

আবেদন ফি ও ভর্তি ফি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তির পর নির্ধারিত ফি।

০৮

ভর্তির আবেদন ফরম পূরণের নিয়মাবলী

১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এর Masters Professional অপশন ক্লিক করে  Apply Nowঅপশনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কলেজ নির্বাচনের ক্ষেত্রে Teachers Training College for Special Education সিলেক্ট করতে হবে। এ সংক্রান্ত অন্যান্য তথ্যওেয়েবসাইট থেকে জানা যাবে।এছাড়াও কলেজের ভর্তি শাখায় সরাসরি যোগাযোগ করে ভর্তি ফরম পূরণ করা যাবে।

২। আবেদনকারী প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটি নির্ধারিত স্থানে স্বাক্ষর করে আবেদন ফি সহ নির্ধারিত তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।

০৯

ভর্তি ফরম পূরণের সময়

www.nu.edu.bd/admissions এ দেয়া হবে।